হাতি জিরাফ দিয়েছে ডাক
হবে মিটিং আজ,
শুনে বনের যত পশু
আসলো ফেলে কাজ।
জেবরা সিংহ এলো ত্বরা
বাঘের দেখা নাই,
জিজ্ঞেস করলে সিংহ বলে
জানিনা তো ভাই।
বাঘ আর শেয়াল ঘুরতে গেছে
ওপার জঙ্গল মাঝ,
পাখিরা সব সাথে গেছে
করে রঙিন সাজ।
ওপার বনে শুনছি নাকি
আসবে নতুন জীব,
হেসে বলে জলহস্তী
আরে ওটা ক্লীব।
শুনে হাতি ভীষণ রেগে
বলে সাহস খুব,
কোনো খবর না জানিয়ে
চুপে চাপে ডুব!
আসলে পরে দেবো নাতো
ঢুকতে বনে আর,
শোনরে সবাই ঢুকলে জানাস
করবো পগার পার।
সিংহ বলে রাগ আমারও
হচ্ছেনা তা নয়,
কিন্তু শুনছি জীবটা হিংস্র
পাচ্ছি একটু ভয়।
নিশ্চুপ সবাই চিন্তাগ্ৰস্ত
অপেক্ষাতে রয়,
হঠাৎ খবর ওপার বনে
বাঘের বিয়ে হয়।