বসন্ত আছে প্রশান্ত মনে
আসবে বলে অপেক্ষায়,
কত কবিপ্রাণ করে আনচান
ছন্দ শুধু থাকে প্রতীক্ষায়।
এসে নীরবে ছুঁয়েছে প্রাণ
ধরিয়ে রঙ কৃষ্ণচূড়ায়
করে অবিচার তবু সেইপ্রাণ
ওঠে দুলে মন পুষ্পদোলায়।
বসন্ত আছে প্রশান্ত মনে
আসবে বলে অপেক্ষায়,
কত কবিপ্রাণ করে আনচান
ছন্দ শুধু থাকে প্রতীক্ষায়।
এসে নীরবে ছুঁয়েছে প্রাণ
ধরিয়ে রঙ কৃষ্ণচূড়ায়
করে অবিচার তবু সেইপ্রাণ
ওঠে দুলে মন পুষ্পদোলায়।
Powered by WordPress