অনেক বসন্ত এলোমেলোভাবে, নিয়েছে বিদায় ।
উঁকি দিলে দেখতে পাবে, এখনও ওরা চায় ,
আবার আসতে ফিরে আমার দরজায় ।
কারণ, তুমি এসেছ তাই ।
তোমা বিনা ওদের যে কোন অস্তিত্বই নাই ।
যেদিন থেকে ওরা তোমায় দেখেছে ,
কচি পাতাগুলি যত্নে রেখেছে ।
তুমি ডাক দিলেই, ওরা হবে হাজির ,
তোমার ডাকের অপেক্ষায়, ওরা আগ্রহে অধীর ।
ওরা ভাবছে, এই বুঝি তুমি ডাকলে ।
তোমার ডাক শুনতে পাবে না দূরে থাকলে ।
ওরা তাই, রয়েছে কাছেই ,
কখন তুমি ডাকবে সেই আশাতেই ।
তোমাকে যে ওরা বড্ড ভালোবাসে ,
বিদায় নিয়েও তাই, রয়েছে আশেপাশে ।
একবারটি ডাকো না, যদি ওরা আসে ।