তোল সেই আওয়াজ
ওঁ নমঃ শিবায়ঃ মধুর মন্ত্রধ্বনি
যাক তা ছড়িয়ে আজ
আকাশে বাতাসে হোক প্রতিধ্বনি
এসো আপন সাজে
হে মহাদেব ত্রিশূলধারী
থেকে সকলের মাঝে
ডমরু হাতে কর দুঃখহরি
রেখে ঝুলিয়ে
গলায় রুদ্রাক্ষের সাথে সাপের মালা
রেখে লুকিয়ে
মাথায় জটারাশিতে অর্ধচন্দ্রকলা
এসো নেমে
ত্রিনয়ন দৃষ্টিতে এই ধরাধামে
মঙ্গল কামে
হে দেবাদিদেব হোক সকলের জয়
নীল কন্ঠের নামে
গরলমুক্ত করে কর লাঘব
এই মর্ত্যধামে
ফিরিয়ে দাও সেই চেনা
সুস্থ পৃথিবীকে
আনন্দ ধারার জোয়ার
আসুক দিকে দিকে।