তেরঙ্গা ওড়ে ঘোরে প্রগতির চক্র
বৃথা যায়নি ওদের রক্তদান।
আজও শান্তিতে বয়ে যায় নীলধারা-
সোনার ফসল ফলে মাঠে মাঠে-
গাছে গাছে সবুজ পল্লবে ফুলে ফলে গান গেয়ে যায় বিহঙ্গেরা-
বৃথা যায়নি ওদের বলিদান।
আবছায়ার কাননে আজও ময়ূর খুশিতে পেখম তোলে-
দিঘীর বুকে সহাস্যে ফোটে পদ্ম-
সুখ সাঁতার দেয় হাঁস ডাহুকেরা-
বৃথা যায়নি ওদের সংগ্রাম।
আজও শিরায় শিরায় উন্মত্ত প্রেমধারা বয়ে যায়-
অব্যর্থ দিকনিশানা দেয় কম্পাস-
লাখো অক্লান্ত শরীর গড়ে তোলে রক্ষাকবচ
মাঝে নিভৃতে তেরঙ্গা ওড়ে ঘোরে প্রগতির চক্র।