ক্ষত বিক্ষত হয়েছি বহুবার…
কাঠের পাটাতনে গাঁথা পেরেক খোঁচা শব্দ বাণ
সময়ে অসময়ে ফালা ফালা করেও ভ্রুক্ষেপ হীন তোমার সন্তুষ্টি আনতে পারে নি।
কখনো হয়তো সামান্য উপলব্ধি টুকুই আসে না তোমার ব্যবহার,শব্দ ঔদ্ধত্য অন্যের মনে ঠিক কতখানি মানসিক যন্ত্রনা দেওয়ার ক্ষমতা রাখে!
খারাপ আচরণ অনেকটা বল্লমের মতো
অথবা ধনুক থেকে ধাবমান তীক্ষ্ম তীর…..
চামড়ার ঠোঁট থেকে বেরুনো কটু শব্দ একবার
বেরুলে তীরের মতোই সস্থানে ফেরানো যায় না।
ততক্ষনে তা অন্যদের মনে বিক্রিয়া,পার্শ্ব প্রতিক্রিয়া করে তছনছ তাণ্ডব।
ওদিকে কারুর সাতে পাঁচে থাকিনা ভাবনায় নিরালায় গিটারে তোলো মন উদাসী জল তরঙ্গ।
ক্রমশ দুর থেকে দূরে অলোক বর্ষ দূরে ছুঁড়ে কাছের মানুষ গুলো এক এক করে যায় সরে….
তবু শুধরাবে না পণ করে সময় পেলে শান দাও অন্যের দোষ খুঁজে বের করা তীক্ষ্ম শব্দ জনক।