আজ ১৪ই নভেম্বর, শিশু দিবস।
সব শিশুদের জন্য আজকের দিনটা বিশেষ দিন।
আচ্ছা ঐ শিশুটা কি জানে আজ শিশু দিবস !
আজকের দিনটা ওদের জন্য,
যে ফুটপাতে থাকে, রাস্তায় ভিক্ষা করে !
যার বাবা নেই, মাও নেই
ও জানে না বাবা মা কেমন হয় !
ঐ শিশুটা,যার বাড়ি বাড়ি বাসন মাজতে যায় !
আর ও অপেক্ষা করে থাকে কখন মা বাড়ি ফিরবে
আর ওকে খেতে দেবে,
সকাল থেকে উপোস করে থাকতে হয়।
আর ঐ শিশুটা যে কোনোদিন স্কুলে যায় নি,
একটুকু বয়স থেকেই অন্ন সংস্থানের জন্য কাজ করতে হচ্ছে
রাস্তায় কাগজ কুড়িয়ে।
ঐ শিশুটা যে চায়ের দোকানে এঁটো কাপ প্লেট ধুচ্ছে !
ঘরে অসুস্থ মায়ের জন্য ওষুধ কিনতে হবে।
স্বাধীনতার এত বছর পরেও শিশুদের মধ্যে এত বৈষম্য।
তবে এ কেমন শিশু দিবস !
আর কতদিন চলবে শিশু দিবসের মতো প্রহসন।