সুস্থ হও, আবার সুন্দর হয়ে সেরে ওঠো হে পৃথিবী,
অনেক স্বপ্ন দেখা আচগে বাকি সেটা তুমি জেনেছোকি?
জেনে গেছো নিশ্চয়–
অভিশাপ সম কালসাপ এক এনেছে দুঃসময়
রুদ্ধ সবার দ্বার।
বর্ষ বরণ, মঙ্গল ঘট, ধূপ, দীপ, আরাধনা –
স্থগিত থাকবে সব –
বৈশাখ মাসে নতুনের আরাধনা বন্ধ থাকবে সব
চারিদিকে বাজে যুদ্ধ দামামা বিপদ ভয়ংকর।
দীপাধারে দীপ জ্বলবে না, মঙ্গল শাঁখ বুঝি বাজবে না,
চৈত্রের শেষ লগনেই বুঝে গেছি নবীনবরণ স্থগিত সে উৎসব।
এমনটা কেন হলো জানো কিছু, উত্তর দিও তার,
মহাকাল বুঝি করে দেবে এই প্রশ্নের সুবিচার।
মানুষের মুখে শুধু শোনা যায় ভয়ার্ত চীৎকার —
দিকে দিকে আজ শোনা যায় শুধু বীভৎস সমাচার।
প্রলয়ের ধ্বনি শোনা যায় দিকে দিকে ,
চীৎকার করে থেমে গেছে কেউ নিজে,
জানি কতোকার হয়নিকো সৎকার,
গণকবরেও গাদাগাদি একাকার!
যুদ্ধে যুদ্ধে ক্ষত বিক্ষত সভ্যতা সংসার।
ধ্বংসের ঝড় থামাও না এইবার-
হে নূতন জানি তোমার ভূমিতে হবে প্রাণ সঞ্চার।
পৃথিবীর সব অভিশাপ যাবে মুছে,
এই বৈশাখে, তোমার মায়ায় জীবনকে ভালোবেসে।
কতোবার ডেকে বলি,
এসো ভালো থাকি আমরা সকলে মিলে,
যেখানে যে আছি হেসে খেলে প্রাণ খুলে।
এসো থাকি সবে সদ্ভাবনায় থাকি শুভেচ্ছা বায়ে
আলিঙ্গনটা তোলা থাক প্রিয় হৃদয়ের সে নিলয়ে।
না হয় না হলো মুলাকাত থাকি দূরত্বে ভালো তফাতে,
তবু এস তুমি প্রিয় বৈশাখ আমাদের পৃথিবীতে।
আর একটি বার দেখা হয়ে যাক কোনো পূর্ণিমা রাতে,
মুক্ত বিহঙ্গ ডানা মেলে যাক নতুনের সাক্ষাতে।
কলুষমুক্ত সেই পথে প্রিয় তুমি থেকো মোর সাথে,
জীবনের গানে আমরা দুজনে ভেসে যাবো দুজনাতে।
হে বৈশাখ, নির্মল শ্বাস বড়ো দরকার ছিলো
আমাদের এই পুরানো পৃথিবী বুঝি বুড়ো হয়ে গেলো।
বেশী কিছু নয় চেয়েছিতো শুধু নির্মল সুবাতাস-
প্রাণরসে দেখো উজ্জীবিত হবেই সুনীলাকাশ
প্রতি প্রান্তর দিয়ে যাবে দেখো সুখের সুসংবাদ,
আমাদের এই ধরণীতে জেনো আসবে সুপ্রভাত
চৈত্রের চিতা ভস্ম উড়ায়ে যদি আসে বৈশাখ,
নতুনের গানে আমরা দুজনে গড়ে দেবো ইতিহাস।
হারানো জীবন জাগতিক হবে, হবে আরও গতিময়–
নব রবি করে উজ্জ্বল হবো লীন হবো রবিছায়,
এসো,ভালোবাসি,ভালো থাকি সবে ধরিত্রী সাধনায়,
সাক্ষাত নয় না হলো বন্ধু, অপেক্ষা করি কালের প্রতীক্ষায়।
সৌহার্দেই আছি সবে মোরা বন্ধ এ দরজায়–
আপন নীড়ের মায়াতেই আছি নির্ভুল দোটানায়।
কাছে ডাকবোনা প্রতিজ্ঞাবদ্ধ তাই দূর থেকে বলি-
ভালো আছি, ভালো থেকো, হে বন্ধু, ভালোবাসি শুধু বলি।
জানি প্রেম আমার সর্বগ্রাসী, শুধু কাছে পেতে চায়,
নতুন বছরে প্রথম প্রভাতে ডেকে বলে কাছে আয়।
একা একা আজ বসে আছি আমি এই খোলা জানালায়,
দুচোখ যেদিকে চায় অবুঝ হৃদয় তাকেই বুকেতে চায়,
তোলপাড় করে দেয় সবকিছু চোখের আড়াল না সয়
জীবনের বীজ বুনে যাবো আমি অমৃতের বসুধায়।
হে বৈশাখ, হে নবীন প্রাণ, এসে তুমি করো ত্রাণ
জুড়াও অমৃত তৃষা, একবার পাশে বসো মহিমায়।
হৃদয় জুড়াক ভালোবাসি বলে মন কাঁদুক আবার,
মানহারা ভূমে সুসময় জেনে এসো তুমি আরবার,
এসো অমৃতা, দুটো কথা বলি পরিচয় কবেকার ,
বন্ধ দরজা,এপারে ওপারে, কথা হোক একবার।
জীবনের গানে মুখরিত হোক সবাকার স্বাধিকার
এসো এসো আজ তুমি বৈশাখ, দেখা দাও আরবার
যুদ্ধ থামুক মুক্ত পৃথিবী শান্ত হোক আবার
জীবনের জয়ে মুখরিত হোক পৃথিবীর দরবার ।।