নববর্ষের পুণ্যপ্রাতে বিশ্বপ্রীতির চন্দনে
জানাই শুভেচ্ছা মোর ছন্দ মালার বন্ধনে।
শুকনো ঝরা পাতা বলল বছর শেষে এসে
আলোর সাজে নববর্ষ কর বরণ অবশেষে।
নতুন বর্ষে নব হর্ষে নব চেতনে ভরে মন
নতুন প্রাতে করছি তাই নতুনরে আমন্ত্রণ
ভুলে যাও পুরাতন যতো মান অভিমান
ভেদাভেদ ভুলে গাও সব সাম্যের গান।
ভোরের আলোয় আসুক নতুন খবর
আশঙ্কামুক্ত হোক সব দেশ গ্রাম শহর
সকলের মনের আশা স্বপ্ন হোক পূরণ
এসো ফিরে ছন্দ তালে মহানন্দে জীবন।