দাবদাহে দগ্ধ সবে এসো বর্ষা রানী,
টাপুর টুপুর রবে বারি ধারা দানি।
কালো মেঘে ছেয়ে আছে আকাশের বুকে,
তুমি এলে মন নাচে সিক্ত মনে সুখে।
গরজে বরষে বারি এসো সখি তুমি,
সুন্দরী বরষা নারী সবে তোমা চুমি।
মাঠেঘাটে ফালা ফালা সব তোমা বিনে,
জুড়াবে দহন জ্বালা বরষার দিনে।
ধরাতলে দিলে ঢেলে স্নিগ্ধ বারি ধারা
বরষার দিনে মেলে ভেকেদের সাড়া।
খালে বিলে শুরু হয় মাছেদের খেলা
বরষার গীতি কথা মনে খুশি মেলা।