এসো ঈগলডানায় ভেসে এসো
এ অন্ধকারে চোখের মুক্ত আলোর ঝরুক কিরণ
মাটিতে ছড়ানো যত কবিতার উর্ন-কঙ্কাল সরিয়ে
মনোরম শব্দ দিয়ে ,দিয়ে আস্তানা গড়ে তুলি
যেখানে পরমানন্দে বসবে আগামীর কবিতার আসর
তারপর নিভৃতে,অন্তরালে সৃষ্টি হোক কবিতার নব অভিধান।
এসো ঈগলদডানায় ভেসে এসো
মনের সতরঞ্চি বিছিয়ে আকির্ণ করি প্রিয়তম অক্ষরকে
দ্বিধা – দ্বন্দ্বহীন ,কামনা,বাসনাহীন নির্ভার,নির্লোভ ছন্দ
শৈশব থেকে আদন্ত উৎক্ষিপ্ত যত ভরিয়েছি দীর্ঘশ্বাসে
আকাশ,বাতাস কাঁপিয়ে করেছি প্রতিকারের সহস্র প্রশ্ন –
নিরুত্তর,অবহেলায় ভরেছে দুঃখ আর ভিজিয়েছে আঁখি পল্লব।
তাদের মুখরেখায় দেখেছি প্রেমহীন,নিষ্ঠুরতার আবেক্ষন বর্ণচ্ছটা ,সোহাগহীন- চাটুকারিতা, সান্ত্বনার মুখোশে চুষেছে বুকের রক্ত
শোষণ,তোষণের খোলা ময়দানে এক ঘৃণ্যখেলার কারিকুড়ি
শান্ত,নীল প্রেমদীপ্ত সময় আলো- আঁধারে বারংবার হয়েছে ধর্ষিত।
এসে ঈগলডানায় ভেসে এসো
নতুন করে প্রেমের পোশাক পরে ডুবে যাই বন জ্যোৎস্নায়
দুহাতের শৃঙ্খল ছিঁড়ে পবিত্র মাটিতে শপদে নত হই
তারপর না হয় তোমাকে বুকে নিয়েই ভাসবো –
অজানা প্রহেলিকায়, যদি ফিরে পাই হারানো স্বপ্ন
সেইক্ষণে শুধু তোমার বুকের আঙ্গিয়ায় আমার শয্যা পেতো
একদিন জানি আমি বন্ধ ঘড়ি ঘুরবেই নতুন সময়ের আবর্তে।
আজ একবার অন্তত এসো ঈগলডানায় ভেসে
শেষবারের মত ল্যাম্পের নিচে ফেলে রাখা চিঠি খুলে দেখি-
হয়তো হঠাৎ আলোয় জমাট বাঁধা ভুলের বরফ গলবে
ক্লান্তির দেহে প্রেমের বসন্ত শান্তির কুটির গড়বে
নতুন প্রভাতের সূর্য্য ফাঁকা সিঁথির ফাঁকে সিঁদুরে ঢালবে
আজন্মশত্রু চেতনা প্রত্যুষে আবার সোহাগের নাও বাইবে
জানি গো প্রিয়া একদিন ফের তোমার মনঅঙ্গন প্রেমের জোয়ারে ভাসবে।
অগণিত সবুজপত্রে উচ্চারিত হোক অমোঘ সত্য
ত্রাসের পাহাড় কেটেই শুরু হোক নবজীবনের চলার পথ।
নতজানু মাথারা সাহসে ভর করে উঠুক আকাশে
আমি তো মৃত্যুর কোলে মাথা রেখে চিৎকারে বলবো-
এ পৃথিবী আমাদের,আমরাই আগামীতে গড়বো
পরাজয় মেনে অকালে যাঁরা চলে গেলেন, সেই মৃত্যুর দায়ও বইবো।