গুরু গুরু মেঘে দামামা বাজিয়ে আষাঢ় এসেছে ফিরে
গ্রীষ্মের পরে প্রথম বৃষ্টি বিহঙ্গ সুখী নীড়ে ।
ভাস্কর আজ অলসতা মেখে আস্তরে ঢাকা রয়
আগল ভাঙা বৃষ্টি ছোঁয়ায় স্নিগ্ধতা মন ময় ।
পাহাড় সাগর বনস্পতি তৃপ্তির স্নানে ছেয়ে
শুকনো তটিনী জলে ভ’রে গিয়ে সোহাগে চলেছে বেয়ে ।
সারাদিন ধরে ঝিরিঝিরি বারি বকুল ফুলের গান
আষাঢ় সাঁঝে কদম্ব নাচে ঝিল্লির কলতান ।
জল থৈ থৈ পুকুর ঘাটে হাঁসেদের কোলাহল
হারিয়ে যেতে ইচ্ছে করছে কে কে যাবি তোরা বল ?
আলোছায়াময় প্রভাত কাননে নাম না জানা ফুল
মাথা নেড়েনেড়ে বৃষ্টিতে ভিজে দুলছে দোদুল দুল ।
সবুজে সবুজ ক্যানভাসে ঐ ময়ূর মেলেছে পাখা
মধুকর সুখে গুণগুণ গায় পরাগ রেনু মাখা ।
মেঘেদের ভেলা গম্ভীর হয়ে অভিমানী বারে বারে
হুঙ্কার দিয়ে বর্ষার রাগ বর্ষিত চারি ধারে ।
শীতল পরশে উন্মাদনায় উন্মুখ উষ্ণতা
আসঞ্জনের আলিঙ্গনে তোমার কাব্য কথা ।
উদ্দীপনায় তরঙ্গ আনে থর থর তনু মন
অনুভবেই সুখ খুঁজে পাই বাস্তবে আলাপন ।