কত কথা জমিয়ে রাখি
দূর্বাঘাসের বুক পকেটে
জমিয়ে রাখি রাত
নোনাজল
আরও কত কি
তোমাকে গুছিয়ে নেবার ক্ষিদেটা
দিন দিন বাড়ছে
কিন্তু পারছি কৈ
এলোমেলোর পাহাড় টা
যুবক হচ্ছে আরো
হিসাব করেই কিছু কিছু
বেহিসাব করছি
খরগোশ মনটাকে
খাঁচায় বন্দী করার জন্য
এ যুদ্ধ সব থেকে বড়