দৈর্ঘ্য প্রস্থ বেধহীন ভাবনার ফুলঝুরি,
খেয়ালী ইচ্ছের ঘুড়ি খেলে এন্তার লুকোচুরি,
বনবাদাড় ছাড়িয়ে তেপান্তরের রূপকথার মাঠে,
দিগন্ত বিস্তৃত অসীমকে ছোঁয়ার অতিকায় মন্ত্রে,
সুতো ছাড়ে উচ্ছ্বাসের মনঘুড়ি কল্পনার পালকে-
সত্যি মিথ্যের থাকে না কোনো অবকাশ,
কিছু প্রশ্নের হয় না উত্তর;
কিছু প্রশ্নোত্তর খুবই অবান্তর ।
এলোমেলো কিছু চাওয়া সাধ্যের বেলাগাম ঘোড়া,
টগবগিয়ে ছুটে যায় অভিমানী শুকতারার ঠিকানাহীন আস্তানায়,
মেঘলা দিনের রোদ্দুর হৃদয়ের ভাঁজের জটাজাল,
জোনাকি শুষে নেয় চাঁদের বিগলিত তারল্যের ঠোঁট,
একমুঠো স্বপ্ন উড়ান দিশাহীন পথের শেষে খোঁজে প্রজাপতির ক্ষুধাহীন গৃহসুখ।
মেরুদন্ডের ভাঙা হাড় দিয়ে ডুগডুগি বাজায় চেতনার আস্ফালন,
কুম্ভকর্ণের নিদ্রাহীন রাত কাটে অবান্তর খেয়ালের নকশীকাঁথায়