কি লেখার কথা ছিল; কি লিখলাম ?
কি দেখার কথা ছিল; কি দেখলাম ?
কি শেখার কথা ছিল; কি শিখলাম ?
কি নেওয়ার কথা ছিল; কি নিলাম ?
কি দেওয়ার কথা ছিল; কি দিলাম ?
কি শোনার কথা ছিল; কি শুনলাম ?
কি পরিচয়ের কথা ছিল; কি পরিচয় হলো ?
কি পরিণয় ও প্রনয়ের পরিণতিতে এমন হলো ?
কি সুরে গান বাঁধার কথা ছিল ?
কোন সুরে গান বাঁধা হলো ?
কি দূরে কোথায় হেঁটে গেল !
এত দূরে যাওয়ার কথা কি ছিল ?
কি মধুর স্বপ্নে তারা এসেছিল
কি দুঃস্বপ্নে সব শেষ হয়ে গেল ..!
শেষের আর শুরুর কি অমিল দেখা গেল ..!
শুরুটাও ছিল না শুরু; ছিল নকল ছবি
শেষটাও ছিল না শেষ; বুঝেছে সেই কবি
মাঝখানের ঘোলা জলে হলো সব এলোমেলো
কোথা থেকে কি হাওয়ায় কি হয়ে গেল।