জীবনের গতিপথ কেমন বদলে গেল হঠাৎ,
হ্যাঁ… হঠাৎ ই বলছি,
এমনতো হবার কথা ছিলনা !
অঙ্গীকার করেছিলাম দুজনে হাতে হাত ধরে
সেই কোনকালে,
মনে নেই ! ভুলে গেছি আমি, ভুলে গেছ তুমি।
কথার কোন দাম থাকেনা আজকাল,
সবই কেমন ক্যাজুয়াল !
এই আছে গভীরতা, এই শুধু শূন্যতা
সবই কেমন গোলমেলে।
তোমার জন্য অপেক্ষা করে,
পার্কের বেঞ্চে বসেছিলাম টিউশন সেরে।
ক্লান্ত শরীরে ঘুমিয়ে পড়েছিলাম ।
তুমি এলেনা, আসতে তুমি পারলেনা,
কারণ তুমি ব্যস্ত ছিলে, তোমার নতুন অঙ্কন শিক্ষকের সাথে,
জীবনের চিত্রনাট্য নতুন করে আঁকবে বলে।
আঁধার ঘনিয়ে এলো, হঠাৎ বিদ্যুৎ চমকে গেল ঘুম ভেঙে,
চোখ মেলে তাকিয়ে দেখি সুনসান চারিদিক,
নেই কেউ কোথা,শুধু বসে আমি একা!
ধীরে ধীরে হিসাবের খাতার পাতা সব-
পার্কের বেঞ্চে সযত্নে ফেলে রেখে এলাম ,
কি হবে কাছে রেখে –
সুন্দর যখন অসুন্দরের রূপ ধরে –
যাক পুড়ে বিদ্যুৎ হোমানলে, ধুয়ে যাক বৃষ্টির অনাবিল জলে।