পিতৃপক্ষ চলে গেলেই আসেন মা ধরায়,
শোনা যায় আগমনী সুর কাশের দোলায়,
নীল আকাশে পেঁজা তুলোর পাখায়;
ভর করে মা আসবে বুঝি শিউলি তলায়।
সোনা রোদ্দুর সাগ্রহে তে করবে বরণ,
নতুবা বৃষ্টিই ধুইয়ে দিক ও রাঙা চরণ,
নতুন প্রভাতে দুঃখ শোক হয়ে বিস্মরণ;
নিক না সবাই আজ দূর্গা মায়ের শরণ।
মায়ের স্বরূপ খুঁজে বেড়াই ঘরের মাঝে,
নিত্য দিনই কন্যারা দূর্গা রূপেই বিরাজে,
জানি চারটি দিনের আগমন লাগে না কাজে;
ঘরের দূর্গাদের পূজি যদি সকাল সাঁঝে।
যতোই ভাবি আছেন মাদূর্গা প্রতিটি ঘরে,
তাঁদের তো প্রকৃতি সাজায় না এমন করে!
তাইতো আলোয় খুঁজি চারদিন ধরে;
মৃন্ময়ী মাকে চিন্ময়ী রূপেই
দেখি বারে বারে।।