এপাং ওপাং ঝপাং বলে
দেয় ভোলা লাফ পুকুর জলে,
ঘোষেদের ছোট্ট তাল পুকুরে
কুড়াতে তাল মাঝ দুপুরে।
জলে ঝপাং আওয়াজ শুনে
মালি মনে প্রমাদ গুনে,
আসে ছুটে পুকুর ধারে
দেখে চেয়ে জলে আড়ে।
ভোলা তখন ডুব সাঁতারে
দিলো পাড়ি ওপার পারে,
সেথায় ঘোষের কুকুর বসে
খাচ্ছিলো যে মাংস কষে।
ভোলাকে দেখে খুব চেঁচিয়ে
জুড়ে দেয় ঘেউ দাঁত খিঁচিয়ে,
তেড়ে জলে ঝাঁপিয়ে ‘পরে
এলোপাথাড়ি সাঁতরে মরে।
ভোলা তখন পারে উঠে
দৌড়ে পালায় যেইনা ছুটে,
অমনি মালি খপাৎ ধরে
দিলো দুই চড় ঠাটিয়ে জোরে।
সপাসপ্ খুব বেতের বাড়ি
দিয়ে বেজায় শাসায় ভারী
কানে ধরে নাকে ক্ষত দিয়ে
ভোলা শেষে বাঁচে পালিয়ে।