মেহেগিনির শরীর জুড়ে
যৌবন ফুটেছে
প্রজাপ্রতি হয়ে বারবার ছুটে যায়
ভাঙাচোরা দিনগুলো
সেলাই করি ফ্রেশ নীল দিয়ে
হেরে যাওয়ার গল্প থেকে
জন্ম নেয় ঘাসফুল
রঙের মায়াতে-
নতুন সংসার সাজাই আবার
খেলনাপাতি যত বড় হয়
ঝাল বাড়ে তত
নুন হলুদের পাশাপাশি তাই
চিনির কৌটোটাকে খুব যত্নে রাখি
আমরা সবাই সূর্য বিন্দু
দিন শুরুতেই উঠি
দিন শেষে অনিচ্ছাকৃত অস্ত যায়
তবু সঞ্চিত মায়া
চাঁদ প্রসব করে