এটাই বাস্তব
মানবতা আজ ফুলদানিতে শুকিয়ে যাওয়া ফুল!
জীবনটা হলো নাটকের মঞ্চ!
কত কিছু দেখবে কত কিছু শুনতে পাবে!
কাজের মহিলার সাথে ছোট্ট বাচ্চা আসে মার্বেলের মেঝেতে আপনমনে খেলা করে
কখনো কোলে তুলে দামি সোফায় বসায় না,ন্যাপি থাকে না তো!
কুকুর ছানা সারা বাড়ির পাপসে,খাটে, সোফায় উঠছে বসছে আরো কত কি করছে,অবোধ পশু তো!
কুকুর ছানা তার ভাই বোনের জায়গা হয় কিন্তু বুড়ি মায়ের জায়গা কোথায়!
তোমার মা থাকলে আমার মা এসে থাকবে কি করে!
কারোর বাড়িতে মিষ্টি নিয়ে যাও , মিষ্টির বাক্স খুলে কুকুরকে খাওয়ানো সভ্যতা!একটু আড়ালে খাওয়ালে হয়ত!
আমাদের বোধোদয় হোক আগামীর জন্যে
অন্ধ বুড়ি গান শুনিয়ে ভিক্ষা করে মোড়ের মাথায়
মস্ত বড়ো ইঞ্জিনিয়ার ছেলে বৌকে সঙ্গে নিয়ে তার মায়ের সামনে দিয়ে
হুশ করে গাড়ি নিয়ে যায়!
পরবর্তীতে তার ছেলে এর জবাব দেবে!
বৌয়ের সাথে মায়ের মানিয়ে নেওয়া অসম্ভব।বৌকে ঘাড় ধাক্কা দিয়ে বার না করে মাকে অজানা স্টেশনে বসিয়ে চলে যাওয়া বর্তমান মানবিকতা!
যেমন কর্ম করবে ইহজীবনে তার ফল পাবে!
সমাজের সব স্তরে চোরের সংখ্যা পিলপিল করে বাড়ছে।
সর্ব ইন্দ্রিয় দিয়ে উপলব্ধি করতে হবেপ্রতিবাদের ভাষা
সমগ্র বাংলা জুড়ে খুশির শ্লোগান।