জীবন পথে চলতে গিয়ে
হোঁচট খেলাম কত, বন্ধুর পথ
পেরিয়ে উঁচু নীচু ঢালু মসৃণ বেয়ে
সুখ দুঃখের তরী বেয়ে চলা সামনের দিকে।
ভালোবাসা বিশ্বাস আঁকড়ে পথ চলা
সত্যের পথে কষ্টের পথে থেকেও
আনন্দকে কুঁড়িয়ে নেওয়া দোঁহে,
জল ঢালা পান্তাভাতে দিন কাটানো।
স্বাদে গন্ধে আবেগে ভরপুর জীবন।
ঘুড়ির সূতো কাটলো যেদিন আকাশপানে
মুখ থুবড়ে পড়ে গোত্তা খেয়ে ।
চোখে অন্ধকার বাতাসীর মিথ্যা কথার ফানুস
চুপসে গেল যেদিন, পায়ের তলার মাটি গেল সরে।
অহংকারের পতন অবশ্যম্ভাবী, বিশ্বাসের মার হলো।
চুরচুর স্বপ্ন, ভেঙে গেল বাসা, অবিশ্বাস জন্ম নিল।
বাঁচতে হবে মাথা উঁচু করে দশজনের মতো
একলা চলো সামনের পথ, সেই বিশ্বাসকেই
আঁকড়ে ধরো জোরে, উঠে দাঁড়াও বীর সাহসী।
মেয়েরা জগৎ জননী, প্রসবিনী, দুঃখ কষ্ট সহ্যকারিণী
একলা চলার মন্ত্র জপ করো, এগিয়ে চলো।