যখন ডুবন্ত বিকেলের ঘামে আটকে থাকে
সকালের উর্বশী মেঘের ব্যস্ততা
আর , দুপুরের দৌবারিক ছায়া আসছি ব’লে
চেপে বসে লড়ঝড়ে রাত্রির জীর্ণ জাহাজে ,
তখনই অলৌকিক কান্ড ঘটে শব্দবাগানে ।
অভিজ্ঞ পাঠকের মনও বল্কল -বালকের মতো
শরতবর্ণে বসন্তের ঘ্রাণে আচমন অবগাহন সেরে
বিশ্বাসী আনন্দের ফুল হয়ে ফোটে ।
কিভাবে বিকেলের ঘামে সকাল
এবং রাতের জাহাজে দুপুর আসে ,
এইসব গূঢ় প্রশ্ন , কাব্যিক কৌলিন্যের ইন্দ্রজালে
রিমঝিম শিশিরের স্বপ্ন হয়ে ঝরে ।
ক্রৌঞ্চ- ক্রৌঞ্চীর অদৃশ্য কন্ঠস্বর
হোমারের কানে কানে বলে যায়
— এখানে কোনও কিছুই অসম্ভব নয় ।