এক মাঘে শীত যায় না
মৌ ও রবির বিবাহিত জীবন সবে মাত্র শুরু। দুজনেই ইঞ্জিনিয়ার। আলাদা আলাদা কোম্পানি তে চাকরি করে।ব্যস্তময় ওদের জীবন। রীতিমত সম্বন্ধ করে বিয়ে।
মৌ বাবা -মার একমাত্র সন্তান।ওদের বিবাহিত জীবন খুব আনন্দে কাটছিল। হঠাৎ বিয়ের আট মাসের মাথায় মৌয়ের বাবা ঘুমের মধ্যেই মারা যান। মৌয়ের মা বিশাল রাজপ্রাসাদে একদম একা হয়ে যান।মৌ ভাবে কি করা উচিৎ।
মৌয়ের শ্বাশুড়ি : বৌমা তুমি চাকরি করো মায়ের দেখাশোনা কি করে করবে!! তোমার মাকে একটা ভালো বৃদ্ধাশ্রমে দিয়ে দাও। ভালো থাকবেন। কত বন্ধু পাবেন।দেখবে মেয়ের কথা মনে থাকবে না।
মৌ:-মৌ মাকে কাছে নিয়ে রাখবে সে ইচ্ছে প্রকাশ করতে পারেনা।
যতই হোক মেয়ের শ্বশুরবাড়ি। কিন্তু মায়ের প্রতি তার কর্তব্য তো আছে। আমি ও তো মায়ের একমাত্র সন্তান।
রবি:-জামাই তোরজোড় করে শ্বাশুড়ির জন্য একটা ভালো বৃদ্ধাশ্রম খোঁজে।সত্যিতো অতবড় বাড়িতে একা থাকবেন কি করে!!তারপর একদিন জামাই শাশুড়িকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসেন।ছলছল আঁখিতে বলেন মেয়ে টাকে দেখো।
মৌয়ের মা:-মৌ কাঁদিস না। মেয়ের শ্বশুরবাড়িতে তোর মায়ের থাকতে লজ্জায় করবে। আমি এখানে ভালো থাকব।রাতে সু্যোগ বুঝে একবার ফোন করিস।
মৌ:-মৌ মাকে বলে সবার জীবনে দুঃসময় আসবে।জেনে রেখো এক মাঘে শীত যায় না। তোমার জামাইকে আমি একদিন উচিৎ শিক্ষা দেব। তখন বুঝবে কত ধানে কত চাল। আমি সুযোগের অপেক্ষায় রইলাম।
মৌয়ের মা:-মৌ জামাইয়ের উপর ভুল বুঝিস না।
এটাই জামাই ঠিক সিদ্ধান্ত নিয়েছে।
#এই ঘটনার ঠিক এক বছর বাদে মৌয়ের শ্বশুর মশাই মারা যান।বেশ শোকের পরিবেশ।
রবি তখন অফিসের কাজে ফ্রান্সে গেছে।যে কাজে গেছে সেটা শেষ না করে আসলে কোম্পানির বিশাল ক্ষতি।তাই আসতে পারবে না।
মৌ:-মুখাগ্নি করে মৌ। আমার বাবারটা করেছি, শ্বশুর ও বাবা হন । আমি করব।
#কাজকর্ম সব মিটে গেছে। আত্মীয় স্বজন যে যার বাড়ি চলে গেছেন।
মা কে শাশুড়ির কাজে আনে নি।
মৌ : শাশুড়ি মাকে বলে মনে হচ্ছে আপনার ভালো লাগছে না। তারমধ্যে আপনার ছেলে ও থাকছে না। আমি ও অফিস চলে যাই। নিশ্চয় আপনার একাকিত্ব লাগছে।
এক কাজ করুন না মা…আপনি আমার মার মতো বৃদ্ধাশ্রমে গিয়ে থাকতে পারেন।।বেশ অনেক বন্ধু পাবেন।ভালো পরিবেশ পাবেন। বাবার কথা ছেলের কথা ভাবলে হবে!
মৌয়ের শাশুড়ি:-না বৌমা আমি তোমাদের ছেড়ে থাকতে পারব না। তাছাড়া তোমার শ্বশুরের তৈরি বাড়ি ছেড়ে কোথায় যাব!! আমি কি তোমাদের কাছে বোঝা হয়ে যাচ্ছি!!
মৌ:-মনে পরে মা..আমার মাকে আপনি কি বলেছিলেন!!ছেলের মা টা মা হয় আর মেয়ে র মা টা মা হয় না।
মৌয়ের শাশুড়ি:-ঠেকায় পড়লে মানুষ শেখে।তাই তোমার মায়ের আর নয় বৃদ্ধাশ্রম। তোমার মাকে নিয়ে এসো বৌমা।দুই বেয়ান একসাথে থাকব। কখনো বা দুই জনে তোমাদের বাড়িতেও থাকব। সময় দিব্যি কেটে যাবে।