সলিলবাবু,
তোমার এক গুচ্ছ চাবিটা কি এখনো রেখেছো কাছে?
উত্তরাধিকার সূত্রে পেয়েছিলে যে চাবিগোছাটা।
এখনো কাছ ছাড়া করো নি তো ?
হয়তো একদিন ঠিক খুঁজে পাবে এই চাবির তালাকে।
কলি যুগে যে সততার নেই কোন দাম,
চৌর্যবৃত্তিই এখন মূল, এই ধরায়।
মিথ্যাবাদীতা আর প্রবঞ্চনায় ভরা এ সংসার,
এই জগত।
সলিলবাবু, হতাশ হয়ো না।
তুমি পাবেই, তোমার কাঙ্ক্ষিত সেই তালা,
অকেজো চাবি বলে ফেলে দিও না কখনো।
তুমি যদি চাবির ভারবহন না করতে পারো,
দিও তোমার উত্তরসুরিকে।
নিশ্চিত জেনো এ অন্ধকার,
এই কলিকালের হবেই অবসান।
তোমার সেই তালা খুঁজে পাবেই তারা-
একগুচ্ছ চাবি, দিন বদলের প্রতীক।
শত সহস্র ক্রন্দনরোলের অবসান,
এই একগুচ্ছ চাবি।