বৈষয়িক সময়ের গায়ে শুকনো আঁধারের ঘোলাটে গন্ধ
সভ্যতার কাছে পাঁচ হাজার বছরের খোরপোষ
চাইবে বলে দাঁড়িয়ে আছে অরণ্যের অক্সিজেন সেনা
সমুদ্রের তিমির তল্লাট থেকে স্বপ্ন আসছে
নদী খাল বিল ডোবার কুচো কানকোয়
তৈরি হও মিষ্টি জল সমবেত সুগন্ধি হবো
স্বাতী নক্ষত্রের চোখে এই রাত্রি বার্তা পড়ে
অকর্ষিত আয়ুর অহঙ্কার থেকে ঝরে পড়ছে
মানবের নাভি মেঘে আটকে থাকা দানব যন্ত্রণা
জবুথবু কবিতার আকরিক ইচ্ছে শেকড়ে
জন্ম নিচ্ছে এক গাছ স্বয়ম্ভর রোদের সকাল