আমি আর আমার ভেতরের আমি দেখতে
একই রকম প্রায়…
এই ধারণার প্রত্ন লিপি ও প্রতিলিপি থেকে
দু’চোখ সরে গেলে
বুকের দরজায় এসে ছিটকিনি খোলে বোধ
আমার ভেতর আমার মন ও মানসিকতার মধ্যে
দ্বন্দ্ব চলতে থাকে ক্রমাগত…
একজনের মতো দেখতে একই রকম প্রায়
আর একজন হতেই পারে
তাদের সত্তা- সত্য নিয়েও দ্বন্দ্ব হয়
তবে তাদের চিনতে হয় তাদের ভাবে ও স্বভাবে
আর একে অপরকে অতিক্রম করে যায় যখন
কথার ভিন্ন ভিন্ন স্বরে ও সুরে
আমি এখনও আমাকে অতিক্রম করতে পারিনি
আমার ভেতরের আমিও পারেনি
ভেঙে দিতে পারিনি আমরা আমাদের সমস্ত
অদৃশ্য আড়াল…
আমি আর আমার ভেতরের আমি দেখতে
প্রায় একই রকম হলেও
দু’জনের দুটি মন একই পথের দুদিকে পা ফেলে
দুই দিকে এগিয়ে চলে যে যার মতো
শুধু আমাদের ঘরে ফেরার একটাই পথ
আর তখন আমি আর আমার ভেতরের আমি
কখন যেন এক ও অভিন্ন হয়ে যাই ।