স্মৃতির শরীরে শত অচল মুদ্রাদোষ মুছে
নতুন নদীর মতো এসো ।
গুমোট গুহার প্রত্নতাত্ত্বিক পিপাসায়
ঊষর হয়েছে ভীরু কবিতার উরু ।
উদ্ভ্রান্ত লজ্জারা আস্বস্ত হোক সমূহ জলের নগ্নতায় ।
পোষ্য বিষাদ কূলে ভেসে থাক
থাকবন্দী প্রিয় প্রিয় ভুলের মাস্তুল ।
এক আশ্চর্য কাল-কুঁচের বাগানে
গতানুগতিক যুগের মালা বাসি হয়ে ঝরে পড়ে রোজ ।
পৌরাণিক ভীড় -ভয় কাঁধে
আধুনিক মুক্তবীজের জন্মসাধক হওয়া যায় না ।
শুধু কিছু চিরায়ত শব্দস্বাদ
শতাব্দীর টাকরা ছুঁয়ে
জাতকের আলজিভে আজও জন্মায় ।