প্রচন্ড ঝড় শেষে বিষাদের ঢেউগুলো যেভাবে
ঝুলে থাকে মস্তিষ্কের বালিয়াড়িতে,
অপঘাতে মরা রাত যেভাবে অমাবস্যার ডায়েরির
পাতায় জমা রাখে বীভৎস শূন্যতায় ভরা সকরুণ দীর্ঘশ্বাস,
ঠিক তেমন ভাবেই, পৃথিবীর সকল বিদগ্ধ বিকেলগুলো কোন এক অজ্ঞাত কফিনে বন্দী হয়ে বিকৃত প্রতিক্ষার শহরের রাজপথে মুখ থুবড়ে পড়ে থাকে,
নৈঃশব্দের হলুদ ছায়াছবি, প্রাপ্তবয়স্ক চেতনার কোষে কোষে তেমনই ভাবে ছড়িয়ে দেয় সুতীব্র যন্ত্রণার নিষিদ্ধ এক কবিতাপাঠ,
যার বিবর্ণ সংলাপে বিধ্বস্ত অন্ধকারের অভ্যন্তর থেকে ফসফরাসের মতো জ্বলে ওঠে অতৃপ্ত এক আততায়ী আত্মা।