একা চলার বড় মজা পিছুটান হীন,
কোন বন্ধন, বাধা নাই চিন্তা বিলীন।
কাজগুলো সেরে একা নিশ্চিন্তে ঘরে ফেরা,
সন্ধ্যাবেলায় একা একা জ্যোৎস্নায় ঘোরা ।
নাই,নাই কৈফিয়ত নেওয়ার মানুষ নাই
যেথা খুশি সেথা গিয়ে পথে,পথে বেড়াই।
শুধু ভয় কোন ফাঁকে পেত্নিতে ধরে
সদাই সতর্ক থাকি ডরাই অজানা জ্বরে।
মাঝি ডাকে পাড়ি দিতে বৈতরণী ঘাটে
আছে ভরসা,বিকিয়েছি পসরা জীবনের হাটে।