আমার চেনা চেনা পথগুলো আজ বড়ই অচেনা
আকাশে দেখি নতুন সূর্য,
বাতাসে নেই তার গন্ধ,
হয়ত ওরা ভুলেছে আমায়
হয়ত বা বইয়ের পাতাটি আজ অতি জরাজীর্ণ…
“মাগো আমি”
আমি এসেছি তোমার দারে,
আমাদের সৃতি দেখিতেছি আজ
নয়ত শুধু ঢাকার শাহিদমিনারে,
ঢাকার রাজপথে লুটায়ে পড়েছিলাম মোরা
তোমার বুলি আদায়ের তরে ।
সারাটা পৃথিবী বুঝেছে মোদের
ভাষার সম্রাট রূপে,
আমায় চিনেছ মা?
আমি তোমাদেরই সেই সালাম,
রফিক,শফিক,বরকত।
“মাগো”
আজও যখন আমার ভাইবোনেরা,
আমার বাবামাযেরা,
আমাদের গলায় মালা পরায়।
“মা”বড় সাধ হয়,
আরও বহু যুগ যুগ ধরে বেঁচে থাকি
তোমাদের মাঝে,তখনও কী ?
এমন করে গ্রহণ করবে আমায় ?