সোম থেকে শুক্র দীর্ঘ হতাশা
পথক্লান্ত,দীর্ঘশ্বাস,জল আর বাতাসা।
জীবনের কঠোরে এতটুকু বাসা
পড়ন্ত সূর্যের আলোয় শুধু তোমার ভালোবাসা।
ফিরে-ফিরে আসা আর জীবনের তামাশা
ক্ষমাহীন চতুর্য সয়ে-সয়েও তুমি আছো বিপাশা।
বাঁচতে চাওয়া অপরাধ জানি ধূসর গোধূলি
প্রেম দক্ষিনা দেবো কি – পকেটে আধুলি ।
ক্ষমতার দম্ভে আমি বলির পাঠা –
বুঝেও না বোঝার ভান গোপনে খায় মাঠা।
তোমার বুকের ব্যাথা আমার নিংড়ানো সুখ
আছলা প্রবেশে অনেকেই পায় সুখ।
ধরণী জীর্ণ, শীর্ন সুখী নয় বলাকা
সুখের দরজায় খিল দিয়ে হয়না দেখা।
কতদিন আর কতদিন রুধীর ধারায় রইবো
আজ এসো প্রিয়া দুজনেতে কাঁদবো।