একতারাটির তার ছিন্ন ভুলে গেছি সুর।
হঠাৎ চলে গেলে তুমি বহু দূর।
ছিন্নবীণার তারটি দেখে আকাশ পানে চায়।
ওখান থেকে ইশারা যে তাড়াতাড়ি আয়।
বহু বছর গড়িয়ে গেল পাইনি ডাক।
ছেলের প্রতি দায়িত্ব আছে এখন থাক।
একতারাটির তার ছিন্ন ভুলে গেছি সুর।
হঠাৎ চলে গেলে তুমি বহু দূর।
ছিন্নবীণার তারটি দেখে আকাশ পানে চায়।
ওখান থেকে ইশারা যে তাড়াতাড়ি আয়।
বহু বছর গড়িয়ে গেল পাইনি ডাক।
ছেলের প্রতি দায়িত্ব আছে এখন থাক।