জানো ! আজকাল আমি একা থাকতে শিখে গেছি
একা থাকাটা এখন আমার অভ্যাস হয়ে গেছে
আর ভয় পায় না
যখন খুব ভয় পেতাম তোমাকে আঁকড়ে ধরে রাখতে চেয়েছিলাম
তুমি ফিরেও তাকাও নি।
তাই একাকীত্বকে সঙ্গী করে নিয়েছি।
ঐ যে কবিগুরু বলে গেছেন “একলা চলো রে “—
এই মন্ত্র টাকেই পাথেয় করে নিয়েছি
অসম্ভব প্রাণশক্তি এই একটি বাক্যে
সব বাধা বিঘ্ন, প্রতিকূলতাকে পায়ে
মারিয়ে সামনের দিকে এগিয়ে যেতে
শেখায় এই একটি মন্ত্র।
একটা সময় যখন আমি নিঃস্ব, রিক্ত,
অসম্ভবের ঘূর্ণিপাকে যখন আমার দম
বন্ধ হয়ে আসছিল
তুমি তখন খুব ব্যস্ত,
আমাকে টেনে তুলে পথের দিশা দেখিয়েছে
এই একটি মন্ত্র
সত্যি বলছি আর অভিযোগ করবো না
ঘুরে দাঁড়ানোর মন্ত্রটাই যখন পেয়ে গেছি
দুই মেরুর বাসিন্দা আমরা,
কখনো একই পথের দিশারী হতে পারে না ।
বুঝেছি আর আপন মনে একাকী পথ চলা শুরু করে দিয়েছি।
“একলা চলো রে, একলা চলো রে “