একমুঠো সোনা রোদ চেয়েছি তোমার কাছে
দেবো দেবো দেবো বলে দিলেনা আমায়
সোনালী সকাল গুলো পার হয়ে চলে গেলো
বললে আমার কাছে রোদ টা কোথায়।
গ্রীষ্ম পেরিয়ে গেলে বর্ষার রাত এলে
মেঘ পরীরা এসে গল্প শোনায়
ঘুম ঘুম রাত যেন নিশাচর পাখি হেনো
দুজনের মাঝখানে ডানা ঝাপটায়।
বলেছি সেদিন ডেকে রাতভোর বৃষ্টিতে
দু’জন হারিয়ে যাবো ভরা জ্যোৎস্নায়
দেখো এই মায়াময় নীল নীল সন্ধ্যায়
চামেলিরফুল গুঁজি তোমার খোঁপায়।
আবার বর্ষা গেলে শীত আসে অবহেলে
নানা মরসুমি ফুল কি আলো ছড়ায়
শীতের সকালে রোদে একবাটি মুড়ি খেলে
চায়ের পেয়ালা নিয়ে বসি রোদটায়।
তখন তুমি না এলে কানে কানে কথা বলে
কেমন শুকনো মুখে মুখ চাওয়া যায়
জানি না শীতের রাতে লেপ কাঁথা সামলাতে
উষ্ণতা পেতে নাকি ভালোবাসা যায়।
জানি রোদ মিঠে হয় তাই ডাকি যে তোমায়
সোনালী বিকেল গুলো হয় মধুময়
তাই সোনা রোদ চেয়ে তোমার মুখেতে চেয়ে
বসে আছি আজও আমি হয়ে তন্ময়।।