একমুঠো সবুজ রঙ লাগিয়ে দিও মনে,
এসেছে যে প্রাণের দোল বসন্তের আবাহনে।
একমুঠো নীল রঙ ছড়িয়ে দিও ঘাসে,
দিগন্তরেখায় মিলনে মাতে ধরা ও আকাশে।
একমুঠো হলুদ রঙ মিশিয়ে দিও বাতাসে,
অভিমান যত উবে যাবে বন্ধুত্বের সুবাসে।
একমুঠো গোলাপি রঙ ছুঁইয়ে দিও মনে,
অলিন্দের প্রেম মুক্তি পাবে মুক্ত বাতায়নে।
একমুঠো লাল রঙে ভরিয়ে দিও সিঁথি,
অস্তরাগের বিদায়ী সুরে নবরাগের গীতি।
একমুঠো রঙ রঙ না হয়ে হোক না মনের আবেগ,
কাটুক জীর্ণ মলিনতা,উৎকন্ঠা উদ্বেগ।
একমুঠো রঙে জ্বলুক না শুধুই মনে তারা বাতি,
দূরীভূত হোক অমানিশা সম একফালি ঐ রাতি।।