একটুখানি আবেগই যথেষ্ট , দেশটাকে বদলাতে ।
জোনাকিই যথেষ্ট, অমাবস্যার রাতে ,
আঁধার সরাতে ।
স্বার্থের এই ধরাতে ,
ভাতৃত্ব বোধই পারে ভালোবাসা ভরাতে ।
কিন্তু যেদিন থেকে লোভ ,
মনের ভিতরে নিয়েছে আশ্রয় ,
জন্ম নিল দ্বেষ – হিংসা – ক্ষোভ ।
মানব শরীরে দানবের হল জয় ।
বিবেক- বুদ্ধির অবক্ষয় ,
আর ভয় হল কর্তা সর্বময় ।
একটুখানি ভালোবাসা, মুছে দিতে পারে সব ঘৃণা ।
দশের সাথে কাঁদা- হাসা, সম্ভব নয় সৎসঙ্গ বিনা ।
এমন মানুষ আজও আছে, সংখ্যা নেহাতই কম ।
ভবিষ্যতের স্রষ্টা ওরাই , পূণ্যের সমাগম ।