সবুজ বসনা রূপসী ললনা
পুষ্প চয়ণ তরে,
কুসুম কাননে চকিত আননে
ফুলেতে সাজিটি ভরে।
চপলা নয়ন নিঃশ্বাস সঘন
সুজন সখারে দেখে,
লাজুক চাহনি অরূপ লাবনী
অনুরাগ মনে মেখে।
সখাটি বসিয়া পথপানে চাহি
অপেক্ষাতে ছিল বসে,
সজনীরে হেরি করেনা দেরি
হাসিলো আবেশ বশে।
সুরভিত ফুলে আনিয়া সুজন
প্রিয়ার হাতে দিলে,
একটু ছোঁয়ায় পুলকেতে ভরে
দুজনে খুশির ঝিলে।
নিরালা বাগেতে অনুরাগে মেতে
কথাকলি কত শত,
ফুলের গহনায় সখিরে সাজায়
সুজন মনেরি মত।
ওগো বনবালা হৃদয়ের আলা
হলে জীবনের সাথী ,
প্রেমে ভালোবাসায় রাখিবো তোমায়
তুমিই জীবন বাতি।