বৃষ্টিস্নাত রাজপথ , একাকি একজন
মন্থর গতি, লক্ষহীন চলন
গন্তব্যের নেই যে ঠিকানা।
শুধু একমনে বিড়বিড় করে অস্পষ্ট কথা,
জিভটাকে কেউ যেন বেঁধে রেখেছে ;
কথা বলতেও অলসতা।
এভাবেই চলছে গত সাত সাতটা বছর,
বছর চব্বিশের সায়ন –
হাঁটছিল রাজপথে, সাথে ছিল প্রেমিকা অনন্যা।
হাতে হাত, কথা বলছিল অবিরাম নীচু স্বরে
সে কথা শোনবার ক্ষমতা ছিল না কারুরই,
যেন কানে কানে কথা বলছিল ওরা-
বিশ্ব চরাচর ভুলে গেছিল যে ওরা।
ওরা চেয়েছিল নিজেদের মধ্যে বিলীন হতে,
কিন্তু বিধি বাম;
হঠাৎ যমদুতের মতো কালো চুল উড়িয়ে –
ধেয়ে এলো এক পণ্যবাহী বারো চাকা,
মুহূর্তে সব ওলোট পালট!
রাজপথে পড়ে আছে একটি দেহ।
না না ওটা দেহ নয়, ও যে সায়নের অন্তঃকরণ
ডাকাডাকিতেও আর সাড়া দিলো না অনন্যা।
যে স্বপ্ন সাজিয়েছিল , ওরা দুজন মিলে
অকস্মাৎ ঘটে গেল যবনিকা ।
আর সায়ন………..