ভাবনার সাড়া পেলে শব্দেরা আসে
ছন্দের মেঘ মেল-এ বৃষ্টিরা ভাসে ।
সৃষ্টির সুখ এসে ছাতা মেলে ধরে
বৃষ্টির দৃষ্টিতে ফাঁকা মন ভরে ।
— আধুনিক কবিতার এই হলো ভাষা ?
— সাধারণ পাঠকের ভালোলাগা ‘ বাসা ‘ ।
— দীক্ষিত হতে হবে , বলোনি তাঁদের ?
এখনও উপমা দাও চাঁদোয়া চাঁদের !
— বলে বলে হয়রাণ হলো তো ‘ সুনীল ‘
কেউ কেউ মারে আজও মৌচাকে ঢিল ।
লঘু কিছু আছে পরে’ বোদ্ধার বেশ
বাকি যত গুরুজন পড়ে না বিশেষ ।
লিখি তবু সবিশেষ দুরুহ কবিতা
মাঝারিও বাবাকেই বলে’ ওঠে — পিতা !
মাঝারি মানের পদ আঁকি অক্ষরে
পেয়ে যাই ভালোবাসা পাঠকের দোরে ।
‘ দোর ‘ দিয়ে মিল দিই জেনেও প্রাচীন
তা না হলে জনতাকে পাওয়া যে কঠিন ।
সকলেই হকদার কবিতার ক্ষেতে
ভাগে ভাগে প্রস্তুত , সকলকে পেতে ।
দীক্ষিত , সাধারণ , মাঝারি মাপের
সবার জন্য লিখি , সবার খাপের ।