জ্যোৎস্নার নীল নদীর বুকে যখন লক্ষ তারারা অবিরাম ভেসে যাচ্ছিল.. আমি শ্বেত হংস জোড়া দেখেছিলাম l
তারা দের মাঝে সেই দুটি হংস নিজেদের প্রেমালাপে মগ্ন ছিল l
তারা স্বপ্ন সাজিয়ে ছিল সুন্দর জীবনের,
এই সুন্দর পৃথিবীর বুকে একটা ভালোবাসার ঘর বেঁধে সুখী জীবনের স্বপ্ন।
ফুট ফুটে সন্তানের স্বপ্ন l
পদ্ম ফুলেদের মাঝে তাদের গান গেয়ে, ঘুরে বেরিয়ে, গল্প করে সুখী জীবন কাটছিল l
একদিন এক সন্ধ্যায় একটি শিকারী জোড়া হাঁস টির…পুরুষ হাঁস টি কে তীর বিদ্ধ করে মেরে ফেললl
রক্ত ছড়িয়ে পড়লো জলে,
পদ্ম ফুলের পাঁপড়ি রক্তে ভিজে হল লাল l
স্ত্রী হাঁস টির বুক ফাটা কান্না আকাশ বাতাস কে বিদীর্ণ করলো l
তারারা শোকে কাতর হয়ে নিজেদের আলো হারালোI
ঘন কালো অন্ধকার-পৃথিবী জুড়ে l
সেই স্ত্রী রাজহাঁস টির যন্ত্রণায় আকাশ ভাঙা বৃষ্টি এলো l
পদ্ম ফুলের সাজানো বাগান নষ্ট হল সব l
প্রতি টি ফুলের পাঁপড়ি ছিঁড়ে তাদের (রাজহাঁস ) স্বপ্ন টুকরো টুকরো হল l জীবনের রঙিন ছবি টির সব রঙ ধুয়ে বিবর্ণ হল l
উফ কি ভীষণ কষ্ট,
কি ভীষণ কষ্ট।
স্ত্রী হাঁস টি তার সুন্দর চঞ্চু দিয়ে দেহের সমস্ত শুভ্র পালক গুলি ছিড়ে ফেললো…
আকাশের দিকে মুখ তুলে চেয়ে
বলল-ইশ্বর তুমি আমায় ক্ষমা করো l
স্ত্রী হাঁস টি শোকে,
ইচ্ছা মৃত্যু বরণ করলো l
কিছু দিন পর নদীর সমস্ত জল শুকিয়ে গেলো…..
সেখানে সবুজ ঘাসের জন্ম হল l
কিছুদিন পর পাশাপাশি দুটি চারা গাছের জন্ম হল,
গল্প শুরু হল নতুন প্রেমের,
গাছ দুটি কৈশোরের পাঠ শেষ করে আজ যৌবনে পা দিয়েছে l
তাদের চোখে অন্তহীন স্বপ্ন….
তাদের হৃদয় জুড়ে একে অপরের প্রতি অসমাপন ভালোবাসা l
তাদের দীর্ঘ শাখা গুলি আজ নীল আকাশ ছুঁয়ে যায় l
তারা আজ একটি ফুল ভর্তি কৃষ্ণ চূড়া,… আর অপর টি ফুলে ঢাকা রাধা চূড়া গাছ l
সবাই বলে রাজ হাঁস দুটি আবার ফিরে এসেছে তাদের অসমাপ্ত প্রেম কাহিনী টি পূর্ণ করতে l
এখন তারা রঙিন স্বপ্নে মশগুল l
লাল হলুদ রঙ মিলে মিশে আজ একাকার l
ওই রঙ আজ লিখছে নতুন প্রেম কাহিনী l
লিখছে ভালোবাসা…
আঁকছে সুখ জীবন l
আবার নেমেছে সন্ধ্যা পৃথিবীর হৃদয়ে, তারা দের ঝিল মিল আলোর গান শুরু হয়েছে চাঁদের জ্যোৎস্না ভিজে দুটি মন আজ মত্ত প্রেমের খেলায় l
আজ তারা খুব খুশি l
সেই শিকারী টি আজ ভীষণ বৃদ্ধ হয়েছে l
সে তার ভুলের জন্য গাছ দুটির কাছে এসে ক্ষমা প্রার্থনা করলে , গাছ দুটি তাকে ক্ষমা করে দেয় l
শিকারী সেই গাছের নিচে শেষ নিশ্বাস ত্যাগ করে l
গাছ দুটি তাদের ফুল ঝড়িয়ে দিয়ে শিকারীর দেহ টি ফুলে ফুলে সাজিয়ে দেয় l
আকাশ বাতাসে আজ মুক্তির আনন্দ, প্রেমের রঙে রঙিন আজ গাছ দুটির গল্প l
হাঁস দুটির অসমাপ্ত প্রেম আজ গাছ দুটির প্রেমে পূর্ণতা পেলো l