সকলের নিভৃত মনের কোণে
একটা করে তুমি থাকে অতি সঙ্গোপনে,
অন্তত থাকা উচিত, এটা আমার মনে হয়,
নইলে জীবন মরুভূমির মতো নীরস হয়ে যায়।
প্রকাশ্যে, অপ্রকাশ্যে, গোপনে, অথবা সংগোপনে,
হৃদয়ের নিভৃত কোণে, পরম বিশ্বাসে সে আসে,
একটা তুমি জীবন বদলে দেয়, রিণরিণে এক আনন্দ ব্যথায়।
সেই তুমি টা কাঁদায়, হাসায়, আদরে আর ভালোবাসায়,
ভালোবাসতে শেখায়, মন ভরে দেয় কানায় কানায়,
মাঝে মাঝে সেই আবার রোমান্টিকতায় ভাসায়।
মাঝে মাঝে সে বড়ো চুপচাপ হয়ে যায় –
ভয় হয়, ঝড়ের পূর্বাভাস, আয়লা, আম্পান, সুন্দর বন,
এক নিমেষে ধ্বংস হয় সুন্দর মন, সবকিছু লণ্ডভণ্ড হয়।
যতই তাকে কেউ আবার আপন করে কাছে চায়
কখনোই সেই তুমিটা কে আপনকরে পাওয়া হয় না আর।
কতশত মানুষের জীবনে এই না পাওয়া নিয়ে
বিশাল এক আক্ষেপ থেকে যায়
পারিপার্শ্বিকতার চাপে তা প্রকাশ্যে আসে না।
শুধু এক রিনরিনে ব্যথা অন্তঃসলিলা ফল্গুধারায়
স্রোত বয়ে চলে ধমনীর শিরায় শিরায়..
ফোঁটা ফোঁটা রক্ত ঝরে, হৃদয় রক্তাক্ত হয়
ব্যথাটা কমে না, শুধু আক্ষেপের পদধ্বনি শোনা যায়।
সেই তুমি টাকে এড়ানো যায় না কিছুতেই
সে চলে গিয়েও থমকে দাঁড়ায় , বারবার ফিরে ফিরে আসে।
আসতে চায়, নতুন করে ভালোবাসতে চায়,
মন চায়, প্রাণ চায়, কাছে ডেকে বুকে টেনে নিতে কেউ চায়
মনে হয় আদরে আদরে মন ভরিয়ে দিই কানায় কানায়
সংসারের আবর্তে সেটা আর হয়ে ওঠে না।
সমাজ সংসার কেউ চায় না, বিপদের ভয়ে তাই ডাকা হয় না।
অদ্ভুত দোটানায় মন বিবশ হয়, ভালো লাগে না।
জীবন টাই একেবারে বিস্বাদ হয়ে যায়।
নীরস বিবশ প্রাণ কায়ক্লেশে সংসারের ঘানি টেনে যায়
অবশেষে ক্লান্ত হয়,
তুমি টা থাকলে বোধহয় এমনটা হতো না, মনে হয়,
ভাবনাটা ভাবায়।।