হঠাৎ একঝাঁক বৃষ্টি এসে আমাকে ভিজিয়ে দিয়ে গেল।
আপাদমস্তক ভিজে গেলাম আমি।
কিন্তু আমি তো ভিজতে চাইনি!
আমি চেয়েছিলাম জৈষ্ঠ্যের প্রখর রৌদ্রে পুড়ে কঠিন হতে,
অনেকটা কঠিন!
যেমন কঠিন নরম কাদামাটি প্রচন্ড আগুনে পুড়ে
ইঁটে পরিণত হয়।
তখন কোনো আঘাতই আমার ভিতর পর্যন্ত পৌঁছতে
পারবে না।
সব আঘাত প্রতিঘাত হয়ে ফিরে আসবে!
কিন্তু না, পোড়া ইঁটের মতো কঠিন না হয়ে
আমি ভিজে একসা হয়ে গেলাম।