ভাসছো ভীষণ সর্বজনীন ভীড়ে
ভীড় ঘুমোলে জাগছো ধ্রুবক একা ,
একা হওয়া বড্ড কঠিন , পাওয়া
পাচ্ছো নাকি আমার মনের দেখা !
দেখার ইচ্ছে আছে তোমার মনে ?
আমার ইচ্ছে তোমার ইচ্ছে হোক ,
রব পেতেছি প্রতিধ্বনির পিঠে
চিরকালীন এককগন্ধী জোঁক ।
জোঁকেরও তো টানের আয়ু কমে
কমিয়ে দেওয়ার ফাঁদই অসময় ,
সময় বড় বোহেমিয়ান বাঁধ
চর্চা দাঁড়েই কাটবে উজান ভয় ।
দাঁড়ের দ্রুমে ব্যস্ত তোমার তরী
স্মৃতির মোমে ডুবছে ডাগর মুখ ,
বাড়িয়ে আছি কুটোতে খড় প্রেম
ফেরাও অতীত রোমাঞ্চে রোম সুখ ।