একি সুখী গৃহকোণ
নিজেকে নিয়েই অতলে,অন্তহীন
যত কিছু আত্মকেন্দ্রিকতায় স্বাগত
সদাই অন্তদন্দ্বে নিমজ্জিত দীর্ঘশ্বাস।
প্রাণের মায়াবেষ্টিত গোষ্ঠীতে কাঙ্ক্ষিত স্বর্গ
নাগালহীন
” সিং ভেঙে পরের যাত্রাভঙ্গে ” একান্ত নিরুপায়
পরম মিত্রতার আড়ালে অসম্ভব ঘৃণ্য দৃষ্টি
সেখানে স্বার্থের জড়াজড়ি ,সুন্দরের স্থান অসঙ্কুলান।
অসুর বনাম দেবতার চাপা মানসিক লড়াই
অভ্যন্তরে অসম্ভব গোপন জ্বলন্ত আগুন
প্রবল পরাক্রম অপ্রকাশিত ,
তবুও মুখোশ এটে ঘুরছে প্রতিদ্বন্দ্বি।
আজ কিংবা কাল অবশ্যভাম্বি ঘোরযুদ্ধ
দিন গুনছে ভীত, শঙ্কিত দুর্বল সময়
এতেও কি দিতে হবে নিষ্ফল আত্মদান – দুর্বল, নিঃসহায়ে
ইতিহাস কি লিখবে,হাঁড়িকাঠে মরেছে কিছু হতর্ভাগ্য সন্তান?
ফের যে ” যাবে লঙ্কায় সেই হবে মহীরাবন “
এই তো সেই অনিবার্য চক্রাকার বৃত্ত আবদ্ধ
উদ্ধার নেই,মুক্তি নেই, চিরন্তর দুর্নিবার
অপরিবর্তনীয় ,অলঙ্ঘনীয় হাহাকার।