আকাশে ডানা মেলে উড়ে যাবার আগে আমার হাত ছুঁয়ে
দাঁড়াও পাখি
শান্ত করো তোমার অবুঝ মন
পিছনে ছড়িয়ে থাকুক আদিগন্ত বিস্তীর্ন মাঠ
নয়তো অনন্ত সমুদ্র
মনুষ্যত্ব মানবিকতা বিবেক
গড়াগড়ি যাক
প্রেমে এসব বাদ থাকে থাক
পুরনো পন্থীরা রব তূলুক
সব গোল্লায় যাচ্ছে যাক
প্রেমে কোন নৈতিকতা লাগে না
কুরুক্ষেত্রের যুদ্ধে আঠেরো মিনিটে কৃষ্ণের ভাষণে
অর্জুন কুপোকাত
অথচ আঠেরো বছরেও তোমার আমার মাঝে
ফাঁক রয়েছে বারো হাত
এবার কাছে এসো
তোমার টিউবে নিষিক্ত করতে চাই
ঝকঝকে তাজা শব্দের বীজ
একটা সুন্দর কবিতা প্রসবের আশায়
পাখি তুমি তো মা
তোমার গর্ভে জন্ম হ্য় যা
তাই দিও।
সেই সন্তানের গায়ে মাখা থাকুক শ্মশান কবরের গন্ধ
ন্যাকামো আর অবিচারের গল্প বন্ধ
একরাশ প্রতিবাদ প্রতিরোধের ফুল থাকুক বুকে
একটা পা থাকুক মনুষ্যেত্বর দিকে ঝুঁকে
তুমি মা
তোমার সন্তান কে নিয়ে যা খুশি করো গা