এই মুহূর্তে একটি
এটমবোমের মত কবিতা লেখার খুব প্রয়োজন
যে কবিতার প্রতিটি
অক্ষরে অক্ষরে সমাজের অন্যায়গুলোকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেওয়ার মত বারুদ থাকবে।
এই মুহূর্তে এমন একটি কবিতা লেখার প্রয়োজন আছে
যে কবিতার প্রতিটি ছন্দে ছন্দে
সমস্ত অসাধু;ভন্ড তামাশা বাজদের মুখোশ খুলে যাবে,
এই মুহূর্তে এমন একটি কবিতা লেখার প্রয়োজন আছে
যে কবিতা শুধু কবিতার জন্য নয়;
যে কবিতায় থাকবে শুধু সত্য আবিষ্কারের কথা–
যে কবিতায় থাকবে সভ্যতাকে টিকিয়ে রাখার কথা,
যে কবিতায় থাকবে প্রজন্মকে টিকিয়ে রাখার কথা।
এই মুহূর্তে এমন একটা কবিতা লেখা হোক
যে কবিতায় হবে সোচ্চার সমাজের ময়লা আবর্জনার দুর্গন্ধ,
স্বার্থে স্বার্থে ঘা লেগে বিস্ফোরিত হবে নেতাদের সব গোপনীয় ছন্দ,
এমন একটা কবিতার এই মুহূর্তে খুব প্রয়োজন
যে কবিতায় ভেঙে যাবে সব বেড়াজাল,ছিড়ে যাবে সব কাঁটাতার
যে কবিতার ভাষা এবং ভাবধারায় দূর হবে নিপীড়িত মানুষের প্রতি স্বৈরাচারীদের যত অত্যাচার।