প্রভু! তোমার কাছে চাইনি তো বেশি কভু।
হোক না স্বল্প,তাতেই আমরা সুখেই আছি তবু।
নিরাশ্রয়ের আশ্রয় এইযে একটুকরো ফুটপাত
এখানেই আমার গেরস্থালি,স্বামী -পুত্রের সাথ।
মুটেগিরির টাকায় স্বামীর যেটুকু রোজগার।
কায়ক্লেশে কেটে যায় আমার সংসার।
এক আকাশ স্বপ্ন নেইতো প্রভু গরীবের চোখে।
একরত্তি স্বস্তির প্রদীপ জ্বালিয়ে রাখে বুকে।
অবোধ শিশুকে পারিনে জোটাতে ভালো মন্দ পুষ্টি
গরীবের ওসব পায়না শোভা, অল্পেতেই থাকে তুষ্টি।
দিনান্তে যাই বা আনে স্বামী তাই রান্না করে
সযতনে তুলে দেই স্বামী সন্তানেরে।