আমি কিভাবে পৌঁছতে পারবো ?
নাকি পারবো না ?
যদি পারি
চেষ্টা করে দেখি না
কিছুটা তো পারব।
দেখিনা হেঁটে কতটা যাওয়া যায়
হাঁটতে হাঁটতে ঠিক পৌঁছে যাব
এভাবেই তো শুরু হয়
এভাবেইতো জীবনের জন্য সংকল্প করতে হয়
শুরুর আগে ভেঙে পড়লে হবে না যে …..
ভাঙার আগে টুকরো টুকরো হলে হবে না যে….
টুকরো হওয়ার আগে গলে গেলে হবে না যে ….
নিজের ওপরে আস্থা রাখতে হবে
শক্ত হাতে ধৈর্য রাখতে হবে
এভাবেই ধীরে ধীরে ঠিক পৌঁছতে পারবো
এসো ;এসো;………..
তোমরাও এই পথে এসো
ধৈর্যের ফল মিঠা হয় তাকিয়ে দেখো
সবাই বল; …….
পারবো; পারবো; পারব;
আমি, আমরা এভাবেই পৌঁছতে পারবো
আমরা সকলেই এই পথ ধরবো।