যদিও মানসিক সন্ত্রাসে বিধ্বস্ত স্বাভাবিক বিবেকের শ্বাস
তবুও মগজের রাগী লাখো নিউরন সেনা
প্রতাপের চেতক অশ্বক্ষুরে ঘুরে চলে
শতাব্দীর অসভ্য মোড়ের আঁধার ।
চিৎপাত বিষাদের মুমূর্ষু কান শোনে
হেমলক হাড়ের হুঙ্কার ।
কলমের চেম্বারে শব্দব্রহ্মের কার্তুজ পুরে
চক্রভেদী ট্রিগার টেপার , এই তো সময় !
প্রতিটি মুছে ফেলা রক্তের ঢেউয়ে
যখন জেগে উঠছে মুহুর্মুহু
লাখো কোটি অন্তর স্রোতের চৈতন্য এপিক ,
তখনই তো যোগ্য সময় লোরকা নাজিম নজরুল
আর উত্তর পক্ষের সব অক্ষর কর্মীর
একসাথে হুড়মুড় হরফের হিরণ্য হিল্লোল হবার !
এই তো মাহেন্দ্রকালে মহাকালের ডম্বরু ডাক !
এই তো সময় সু-স্বপ্নের দৃশ্য আঁকার জাতকের চোখে ।