জীবন দেখি বড়োই কষ্টের
শুধু ব্যথায় ভরা,
সূচ ফুটালে অসুখ সারে
হয়েছি আধ মরা।
অজ্ঞান হতে শিরদাঁড়াতে
বীভৎস সূচ চলে,
স্বর্ণাক্ষরে তনু জুড়ে
কষ্টের কথা বলে।
অবশ অঙ্গে চলতে থাকে
যন্ত্রপাতির খেলা,
কেমন করে কেটে যাবে
দিন রাতেরই বেলা।
হাতের চ্যানেল রক্তাক্ত যে
ভয়ে শুধু মরি,
কিন্তু দেখো বেঁচে আছি
চলছে জীবন ঘড়ি।
ডাক্তারবাবু ও সেবিকা
ঈশ্বরের রূপ বলি,
যাবার সময় রোগ সারিয়ে
হাসিমুখে চলি।